কুড়িগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ২৩:০৫
অ- অ+

কুড়িগ্রামের সদর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে আনিছুর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে আটক করে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, আলতাফ হোসেনের পুত্র আনিছুর রহমান ঢাকায় রাজ মিস্ত্রির কাজ করে। এই সুযোগে আলতাফ হোসেন পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে। ৬ জুলাই ভোরে আনিছুর রহমান ঢাকা থেকে বাড়ি যায় এবং বাবাকে নিজ ঘরে স্ত্রীকে ধর্ষণ করতে দেখে । বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্য রফিকুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা করার চেষ্টা করে। মীমাংসার বিষয়টি না মেনে আনিছুর রহমান বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

আনিছুর রহমানের স্ত্রী জানান, স্বামী ঢাকায় থাকার সুযোগে শ্বশুর তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। তিনি শ্বশুরের উপযুক্ত বিচার চান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ এনে আনিছুর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। আমরা মামলাটি রেকর্ড করে আসামিকে গ্রেপ্তার করেছি।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা