‘যুগসাগ্নিক’ পুরস্কার পেলেন কবি ইকবাল রাশেদীন

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৯, ২০:০৫

‘যুগসাগ্নিক যশোর সাহিত্য উৎসব ২০১৯ সম্মাননা’ পেলেন কবি ইকবাল রাশেদীন। তার লেখা ভ্রমণ গদ্য ‘রিহলা এবং নির্জন এক অশ্বারোহীর ভ্রমণ কথন’ বইয়ের জন্য এই সম্মাননা দেয়া হলো।

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম অধিবেশনে তার হাতে সম্মাননা পদক এবং মানপত্র তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও কবি মুহম্মদ নূরুল হুদা। সাহিত্য পত্রিকা ‘যুগসাগ্নিক’ যশোরের আরবপুরের ‘বাঁচতে শেখা অডিটোরিয়ামে’ এই উৎসবের আয়োজন করে।

এসময় কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি মানিক রাজ্জাক, কথাসাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, কবি দারা মাহমুদ, কবি ড. সোয়াইব জিবরান, কবি প্রাবন্ধিক ড. তপন বাগচি, কবি অমিত গোস্বামী, কবি ইন্দ্রনীল সেনগুপ্ত, কবি সম্পাদক প্রদীপ গুপ্ত, ‘যুগসাগ্নিক’ সম্পাদক চঞ্চল কবীর, কবি শওকত আলি জাহিদসহ দুই বাংলার প্রথিতযোশা অনেক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কবি ইকবাল রাশেদীন ৮ জুলাই ১৯৭২ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। চারটি কাব্যগ্রন্থ, দুটি মঞ্চ নাটক, একটি ভ্রমণ কাহিনি, একটি মুক্তিযুদ্ধের সম্পাদনা গ্রন্থসহ ১৫টি প্রকাশিত বই রয়েছে তার।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :