বোন হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ১৭:১৩

ময়মনসিংহে ছোট বোন আমিনা খাতুনকে হত্যার দায়ে রুবেল মিয়া নামে বড় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। মামলার চার বছর পাঁচ মাস পর তদন্ত, সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দিল।

মামলার বিবরণে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনাপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া তার স্ত্রী, ছেলে-মেয়েদের নিয়ে কাজের সুবাদে ভালুকা উপজেলা জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাড়া বাসায় বসবাস করতেন।

২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বাদশা মিয়া কাজ থেকে ফিরে বাড়ির সামনে এসে ঘর থেকে মেয়ে আমেনা খাতুন (১৪)-এর চিৎকার শুনতে পান। পরে টিনের বেড়া ছিঁড়ে ঘরে প্রবেশ করতে চেষ্টা করলে তার ছেলে রুবেল তাকে কেচি দিয়ে জখম করে। পরে লোকজনের সহায়তায় রুবেলকে আটক করে মেয়েকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক আমেনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাবা বাদশা মিয়া একই দিন রাতে ছেলে রুবেল মিয়ার নামে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :