বাউন্ডারি না দেওয়ার জন্য আম্পায়ারকে অনুরোধ করেছিলেন স্টোকস!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১৭:৩৮
অ- অ+

বিশ্বকাপ ফাইনালের বিতর্কিত চার নিয়ে বিতর্ক অব্যাহত। এর মাঝে ইংল্যান্ডের টেস্ট দলের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন বলেছেন স্টোকস নাকি ওই বিতর্কিত বাউন্ডারির পর আম্পায়ারকে বলেন, এই বাউন্ডারি না দিতে।

বিশ্বকাপের ফাইনালে চতুর্থ বলে রান নেওয়ার সময় বাউন্ডারি লাইন থেকে গাপ্টিলের ছোড়া বল বেন স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে যায়। এই চার নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই বলছেন, মোট ছয় রান দেওয়া উচিত হয়নি কারণ বল যখন থ্রো করা হয়েছিল তখন দুই ব্যাটসম্যান একে অপরকে ক্রস করেননি। তাই হিসেব মতো এটি পাঁচ রান হওয়ার কথা।

এরই মধ্যে স্টোকসের টেস্ট দলের সতীর্থ জেমস অ্যান্ডারসন দাবি করেছেন, ‘স্টোকস ওই চারের পরেই আম্পায়ারকে গিয়ে বলেন এই চার রান বাদ দেওয়া যায় কিনা তা দেখার জন্য।’ যদি এই চার রান বাদ দেওয়া হত, তা হলে নিউজিল্যান্ড ম্যাচটি জিতে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী এই চার দিয়ে দেওয়া হয় এবং প্রথম বার বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

এই কাণ্ডের পরে সাংবাদিকদের সামনে স্টোকস ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে নেন উইলিয়ামসনের থেকে। তিনি বলেন, ‘আমি সারা জীবন এই ঘটনার জন্য কেনের কাছে ক্ষমা চাইব।’ কিন্তু সে দিনও ওই বাউন্ডারি বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কি না তা নিয়ে কিছু বলেননি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা