যশোরে ট্রাকের চাকায় পিষ্ট লবণ ব্যবসায়ী

যশোর প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১১:২৫
অ- অ+

যশোর উপশহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেখর চন্দ্র দাশ (২৮) নামে এক লবণ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে উপশহরের ট্রাক টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দ্র শেখর দাশ বাঘারপাড়া উপজেলার রাঘাবপুর গ্রামের রতন দাশের ছেলে। তিনি মোল্যা সল্টের ডিলার ছিলেন।

নিহতের প্রতিবেশী খোকন জানান, শেখর বুধবার রাত আটটার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। উপশহর ট্রাক টার্মিনালের গতিরোধক পার হওয়ার সময় রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেখরকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া খাজুরা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ‘খাজুরা বাজারের অদূরে শ্রমিক নেতারা ঘাতক ট্রাকটি আটক করে খবর দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।’

ঢাকাটাইমস/১৮ জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা