বাংলাদেশ সিরিজই শেষ হাথুরুসিংহের!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ১১:৪০| আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:৪২
অ- অ+

আইসিসি'র ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার জেরে জাতীয় ক্রিকেট দলের কোচকে বহিষ্কারে নির্দেশ দিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্ন্দান্দো। শুক্রবার এই মর্মে নির্দেশ দেন ক্রীড়ামন্ত্রী।

এবার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে, গ্রুপ টেবলে ছ-নম্বরে শেষ করে লঙ্কা বাহিনী। ৯টির মধ্যে মাত্র তিনটি ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। জাতীয় ক্রিকেট দলের এই পারফরম্যান্স অসংখ্য ক্রীড়া অনুরাগীর সঙ্গে মন্ত্রীকে হতাশ করেছে।

শুক্রবার এক বার্তায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশ দেন, ‘সামনে বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টার পরেই জাতীয় কোচ চন্ডিকা হাথুরুসিঙ্ঘে-সহ সাপোর্ট স্টাফদের বহিষ্কার করতে হবে।’

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে সফল ছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশে এসেই কোচ হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে। এরপর নিজ দেশ শ্রীলঙ্কা দলের হেড কোচ হন তিনি। কিন্তু তার সময় হয়তো ফুরিয়ে এসেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৬ জুলাই। পরবর্তী দুইটি ম্যাচ হবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই।

(ঢাকাটাইমস/২০ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা