বরিশালে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ২০:৩৫

বরিশালের মুলাদীতে স্কুলশিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা নোমানের ওপর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

স্কুলশিক্ষক মির্জা নোমান বলেন, ‘চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাজিম, শাওন, ইমন, রুমনসহ স্থানীয় কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত, দেয়ালে আজেবাজে লেখা ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে আসছিল। তিনি ১৮ জুলাই ওই শিক্ষার্থীদের বিদ্যালয়ে শৃঙ্খলা মেনে চলার জন্য নির্দেশ দেন।’

এতে তারা ক্ষিপ্ত হয়ে ‘বখাটেদের লিডার’ স্থানীয় আইনুল হকের নেতৃত্বে ১০/১২ জন স্কুলশিক্ষক নোমান মির্জার বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাত্রী উত্ত্যক্ত ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদ করায় বখাটে শিক্ষার্থী ও স্থানীয়রা মির্জা নোমানের ওপর হামলা চালিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার হওয়া প্রয়োজন।’

মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, স্কুলশিক্ষকের মামলার ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :