সুরেশ্বর পয়েন্টে বাড়ছে পদ্মার পানি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ২০:৪৬| আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৫৮
অ- অ+
ফাইল ছবি

শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে বাড়ছে পদ্মা নদীর পানি। শনিবার পদ্মা নদীর পানি নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে ৪৪০ সেন্টিমিটারে পৌঁছে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ায় জাজিরা উপজেলার বিলাশপুর, বড়কান্দি, পালেরচর, নড়িয়া উপজেলার মোক্তারেরচর, চরআত্রা, নওপাড়া, ভেদরগঞ্জ কাঁচিকাটা এবং তারাবুনিয়া ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার ফসলি জমি, কাঁচা-পাকা সড়ক ও বসতবাড়ির উঠান তলিয়ে গেছে।

এদিকে, শরীযতপুর-মাঝিরঘাট সড়কের নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। বন্ধ হয়ে গেছে এ সড়কে যান চলাচল। নড়িয়া-জাজিরা সড়কের কয়েকটি স্থানে প্লাবিত হওয়ায় এ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

পদ্মার স্রোতের তীব্রতায় নড়িয়া উপজেলার নওপাড়ার মুন্সিকান্দি গ্রামে অস্থায়ীভাবে তীর রক্ষা কাজের ১০০ মিটার অংশ ধসে গেছে বলে জানা গেছে। শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, ‘দ্রুতই পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প স্থানে কার্যক্রম চালানো যাচ্ছে না। আর তীব্র স্রোত থাকায় জিও ব্যাগ ডাম্পিং করতে সমস্যা হচ্ছে।

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মামুন উল হাসান বলেন, ‘নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা প্লাবিত হচ্ছে, তবে এটা বন্যার পর্যায়ে পড়ে না। যদি বন্যা দেখা দেয়- তা মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্টদের সর্তক ও প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা