বরিশালে শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন

ব্যুরো প্রধান, বরিশাল
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ২১:৩১
অ- অ+

বরিশালের মুলাদী উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রফিকুল ইসলাম মুলাদী পৌর এলাকার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়েজুল হক ফয়েজ জানান, সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম আবু শামীম আজাদ এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ ডিসেম্বর দুপুরে সবার অগোচরে শিশুটিকে ধান কুড়ানোর কথা বলে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রফিকুল ইসলাম। পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে জানালে তারা মামলা করেন। এরপর ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানার এসআই জহিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা