ট্রেনের আগাম টিকিট ২৯ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১১:৪৮| আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১১:৫৮
অ- অ+
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট দেয়া শুরু হবে ৫ আগস্ট থেকে। চলবে ৯ আগস্ট পর্যন্ত। অনলাইনে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট কমলাপুরসহ রাজধানীর পাঁচটি স্টেশনে বিক্রি করা হবে।

প্রথম দিন ২৯ জুলাই পাওয়া যাবে ৭ আগস্টের টিকিট। এছাড়া ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের টিকিট বিক্রি করা হবে।

৫ আগস্ট ১৪ আগস্টের ফিরতি টিকিট পাওয়া যাবে। এছাড়া ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের ও ৯ আগস্ট ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে বরাবরের মতো সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। এছাড়া ঈদের পরদিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।

শিডিউল ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৫শ’। আর ৪টি স্পেশাল ট্রেনে ৩ হাজার আসন রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে মোট এক হাজার ৪৩৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৩জুলাই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা