গুজব নয়, গজব নেমেছে: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক ঢাকা টাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২০:৫৭ | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ২০:৪১
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেছেন, শিশু ধর্ষণ, বন্যা, গণপিটুনি, নারী হত্যা, ডেঙ্গু কোনোটাই গুজব না। এগুলো আসলে গজব। সরকার তার ব্যর্থতা আড়াল করে ক্ষমতায় টিকে থাকতে এগুলোকে গুজব বলে চালিয়ে যাচ্ছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ডেঙ্গুরোগ, বর্তমান প্রেক্ষাপট ও আমা‌দের করণীয়’ শীর্ষক আলোচনায় এসব কথা বিএনপি-জামায়াত জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা কারণে লন্ডনে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি।

সরকারকে সবক্ষেত্রে ব্যর্থ দাকি করে অতি দ্রুত জরুরি অবস্থা ঘোষণারও দাবি জানান মোশাররফ। বলেন, ‘জরুরি ডেঙ্গু সেবা সেন্টার ঘোষণা করা দরকার। জনগণের সরকার ছাড়া পার্মানেন্ট সমস্যা সমাধান সম্ভব না।’

বিএনপি নেতা বলেন, ‘আজকে দেশে যে বন্যা ও ডেঙ্গুর যে পরিস্থিতির আকার ধারণ করেছে যদি তিনি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি দেশের এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করতে পারতেন না। আমরা অতীতে দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোনও দুর্যোগের সময়ে সরকারি সফরে বিদেশে থাকলেও তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। অথচ আজকে প্রধানমন্ত্রী দেশে নেই স্বাস্থ্যমন্ত্রীও দেশে নেই।’

‘আমাদের মহাসচিব স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের পদত্যাগ দাবি করেছেন। কারণ, তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতারা বললেন- ‘ব্যর্থতা যাদের ঘাড়ে তাদের পদত্যাগ চাওয়া মানায় না।’

‘আমাদের সময় আমরা সতর্ক ছিলাম বলেই এই ধরনের ডেঙ্গুর বিস্তার বেশি ছিল না। সেই সার্থকতাটা নিয়েই আমরা বলছি স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়র ব্যর্থতার পরিচয় দিয়েছে এডিস মশা নিয়ন্ত্রণ করতে। অবশ্যই এই ব্যর্থতার দায়দায়িত্ব তাদেরকে নিতে হবে।’ মোশাররফ বলেন, ‘যদি একটি গণতান্ত্রিক দেশ হতো জনগণের প্রতিনিধিত্বশীল সরকার থাকতো। তাহলে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের পদত্যাগ করার কথা ছিল। আজকে স্বাস্থ্যমন্ত্রী কোথায়? আমি শুনতে পেরেছি তিনি দেশের বাহিরে। আজকে দুই মেয়র অতিকথন বলে এই ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রণ করতে না পেরে তারা ব্যর্থ হয়ে এখন আর মিডিয়ার সামনে আসতে পারছেন না।’

বন্যাও নিয়ন্ত্রণ করা যেত বলেও দাবি করেন মোশাররফ। বলেন, ‘৫৪টা নদী ভারত থেকে দেশে ঢুকেছে। সেগুলোতে বাঁধ আছে। য‌দি ভারতের সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে গেটগু‌লো ছেড়ে দিত তাহলে বন্যাও নিয়ন্ত্রণ করা যেত। সরকার য‌দি আন্ত‌রিক ও শ‌ক্তিশালী হতো, তাহলে এমন বন্যা প‌রি‌স্থি‌তি‌তে মানুষকে পড়তে হতো না।’

আলোচনা সভা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ড্যাব নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গু নিয়ে সচেতনামূলক শোভাযাত্রা বের করেন।

আয়োজক সংগঠনের সভাপতি হারুন হাল র‌শিদের সভাপতিত্ব আলোচনায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ড্যাব নেতা ডা. দিদারুল ইসলাম, নিলুফার ইয়াসমিন, একেএম কবির রিয়াজ প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :