ইন্টারনেট মাতাচ্ছেন আমির কন্যা ইরা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৯, ১১:৫৯
অ- অ+

জংলা ছাপের ঘন রঙের পোশাক। সঙ্গে ভারী গয়না। কপালে বড় টিপ। প্রশ্ন, ‘হু আর ইউ?’ এমনই সাহসী ফটোশুটে ইন্টারনেট মাতাচ্ছেন বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খান।

তার কাছে রোমাঞ্চকর হল, যখন কেউ পছন্দসই পরিচয় বেছে নিতে পারেন এবং কখনও কখনও একাধিক অপশন থাকে তার সামনে। তার মধ্যে থেকে তিনি বেছে নেন নিজের পরিচয়। তখন সেটাই উত্তর হয়, ‘হু আর ইউ’ প্রশ্নের।

ইরার কাছে ফ্যাশন হল নতুন আবিষ্কারের পথ। তার ফোটোশুট সেই দিশাই দেখায়। এর আগের ফটোশুটে তিনি বেছে নিয়েছিলেন বোহেমিয়ান লুক। কিছুটা গথিক, কিছুটা ভয়ার্ত সেই লুকও জনপ্রিয় হয়েছিল।

বলিউড সুপারস্টার আমির এবং তার সাবেক স্ত্রী রীনার মেয়ে ইরা অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়। এই ফটোশুটের আগেও শিরোনামে এসেছিলেন তিনি। যখন জানিয়েছিলেন তার প্রেম সম্পর্কে। ইনস্টাগ্রামে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি এখন কাউকে ডেট করছেন? উত্তরে তিনি নিজের এবং মিশাল কৃপালনীর ছবি দেন। সেই সঙ্গে ছবিতে ট্যাগও করে দেন মিশালকে।

শোনা গিয়েছিল, তিনি ভবিষ্যতে ছবি পরিচালনায় আসতে চান। তবে তার সাম্প্রতিক ফটোশুট উস্কে দিয়েছে অভিনয়ে আসার সম্ভাবনাও। তবে ইরা নিজে জানিয়েছিলেন তিনি সুরকার ও সঙ্গীত পরিচালক হতে চান।

বহু দিনের প্রেমিকা রীনা দত্তকে আমির বিয়ে করেন ১৯৮৫ সালে। ১৯৯৭ সালে জন্ম ইরার। ছাত্রী হিসেবেও মেধাবী ইরা। মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়ে আইএসসি পরীক্ষায় পাশ করেন। পশুপ্রেমী ইরা খেলাধূলাতেও আগ্রহী।

ঢাকা টাইমস/১৫আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা