তোশকের ব্যবসায় কোটি কোটি টাকা আয় স্মিথের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ০৯:৩৬| আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১০:০৭
অ- অ+

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার এ তারকা ব্যাটসম্যান বল টেম্পারিংয়ের কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার ক্রিকেটে ফিরে দুর্দান্ত ক্রিকেট খেলছেন।

চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। ক্রিকেট খেলে স্মিথ যতো টাকা আয় করছেন, তার চেয়েও বেশি টাকা আয় করছেন তোশকের (ম্যাট্রেস) ব্যবসা করে। তোশকের ব্যবসা করে প্রায় সত্তর কোটি টাকার মতো আয় করেছেন স্মিথ। এ ভাবে চলতে থাকলে খুব শিগগির একশো কোটি টাকা আয় করে ফেলবেন।

অনেক আগ থেকেই ‘কোয়ালা ম্যাট্রেস’ এর মুখপাত্র হিসেবে কাজ করছেন স্মিথ। এমনকি নিজের ব্যাটের পেছনেও এ কোম্পানির স্টিকার লাগিয়ে খেলতে নামেন তিনি। মুখপাত্র হওয়ার পাশাপাশি ২০১৫ সালে এক লাখ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কোম্পানিটির দশ শতাংশ শেয়ার কিনে নিয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান।

জানা যায়, গত চার বছরে দুই লাখেরও বেশি ক্রেতাকে ম্যাট্রেস বিক্রি করেছে অস্ট্রেলিয়ার সফল ব্যবস্যা প্রতিষ্ঠান কোয়ালা। গত জুলাইয়ে কোম্পানিটির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। আর স্মিথের লভ্যাংশ গিয়ে দাঁড়িয়েছে ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় সত্তর কোটি টাকা।

কোয়ালার সহপ্রতিষ্ঠাতা মিচ টেলর জানান, ‘আমার মনে পড়ে স্মিথ যখন আমাদের টাকা দিয়েছিল, স্মিথের এজেন্ট আর তার বাবা-মা কে বলেছিলাম, এমন লাভ হবে।’

ঢাকাটাইমস/১৬আগস্ট/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা