মার্কিন সীমান্ত থেকে ৬৫ বাংলাদেশি ও শ্রীলঙ্কান উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ১০:৩৩
অ- অ+

মার্কিন সীমান্ত থেকে ৬৫ বাংলাদেশী ও শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে। মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ফেডারেল পুলিশ গুলফকোস্ট রাজ্যের ভারাক্রুজের হাইওয়েতে টহল দেওয়ার সময় এই ৬৫ জনকে উদ্ধার করে। এসময় ক্ষুধার্ত ছিল।

মেক্সিকোর ফেডারেল রাজ্যের জননিরাপত্তা পরিষদ জানিয়েছে, এই ক্ষুধার্ত অভিবাসীদের খুঁজে পাওয়া গিয়েছে মার্কিন সীমান্তে এবং তারা সংখ্যায় ঠিক কত জন রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তারা যে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে মার্কিন সীমান্তের কলম্বিয়া রাজ্যে এসে পৌঁছেছে তা তাদের ক্ষুধার্ত অবস্থা দেখে বোঝা গেছে।

অভিবাসীদের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, তারা গত এপ্রিল মাসের ২৪ তারিখ কাতার বিমান বন্দর থেকে তুর্কি এবং কলম্বিয়া যাত্রা করে তারপর সেখান থেকে ইকেয়াদুর, পানামা, ও গুয়াতেমালা হয়ে আর্জেন্টিনার রাজধানী থেকে মেক্সিকোতে যায়।

ওই ৬৫ জন অভিবাসীর মধ্যে একজন অভিবাসী জানান, তারা সবাই একটি জাহাজে করে কোয়াটাজাকোলাস নদীতে ঘুরতে গিয়েছিল। যে নদীটি ছিল মার্কিন সীমান্ত প্রদেশে ঢোকার পথ প্রদর্শক, যদিও তারা ঠিক কীভাবে মেক্সিকোর ফেডারেল রাজ্যে এসে পৌঁছলেন তা নিয়ে তাদের মেক্সিকান পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা নিরুত্তর রয়েছে।

ঢাকা টাইমস/১৭আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আয়ারল্যান্ডে সাধারণ পাইলট প্রশিক্ষণ ১৯৬০ সালের বিমান দিয়েও হয়: প্রিয়তি
গাজীপুরে পুলিশ পরিচয় দিয়ে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচনের আগেই লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা