দুষ্টু ঠিকাদারদের কালো তালিকার নির্দেশ পরিকল্পনামন্ত্রীর

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ২১:০৮| আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২২:৪৪
অ- অ+

ঠিকাদাররা উন্নয়নের গতিশীলতায় একটা বাধা বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি দুষ্টু ঠিকাদারদের কালো তালিকাভুক্ত (ব্লাক লিস্ট) করার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারদের সঙ্গে সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন।

দুষ্টু ঠিকাদার প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) জানে না কারা কারা দুষ্টু ঠিকাদার। পিডিবি (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড), পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পিডব্লিউডি জানে না কারা কারা দুষ্টু ঠিকাদার। এদের ব্লাক লিস্ট করে ইন্টারনাল সার্কুলেট করেন। আমি ফুললি সাপোর্ট করছি, দুষ্টু ঠিকাদারদের ব্লাক লিস্ট করুন। ’

দুষ্টু ঠিকাদারদের কাজে রাখার কোনো মানে হয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, সিপিটিইউ (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) এদের খুঁজে বের করবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উন্নয়নের মোট দুটি বাধা আছে, একটা না-ই বললাম। অন্যটি ঠিকাদার। তারা কাজ নিয়ে বসে থাকে, শুরু করে না। ঠিকাদারদার অহেতুক প্রকল্পের কালক্ষেপণ করেন। এটা উন্নয়নের খারাপ দিক।’

কিছু কিছু সিমেন্ট কোম্পানি ঠিকাদারদের প্রশিক্ষণ দিচ্ছে। মন্ত্রী বলেন, ‘আমরাও ঠিকাদারদের প্রশিক্ষণ দিতে পারি। এসএসসি প্লাস অনেক ঠিকাদার আসছেন তাদের প্রশিক্ষণ দেয়া সহজ হবে। অনেক কর্মকর্তাও ইট-সিমেন্ট সমন্ধে কিছু বোঝেন না, অথচ ঠিকাদারদের ধমক দিয়ে থাকে ইট ভালো না সিমেন্ট ভালো না। এসব কিছু বন্ধ হওয়া দরকার। আমরা উভয়ের স্বার্থ দেখব।’

এবার প্রথম মাসেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি ভালো বাস্তবায়ন হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেণ, ‘আমরা পিডিদের টাকা সরাসরি দিয়ে দিয়েছি। এবার শুরুতেই আমরা ছক্কা মেরেছি।’

অনুষ্ঠানে আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ, পরিকল্পনা বিভাগের নূরুল আমিন, সিপিটিইউ মহাপরিচালক আলী নুর, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য ক্রয় বিশেষজ্ঞ জাফরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা