শত্রু পক্ষ বসে নেই: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ১৬:১৫
অ- অ+

শত্রু পক্ষ দেশে ও বিদেশের মাটিতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শত্রু পক্ষ বসে নেই। তারা দেশে-বিদেশে বাংলাদেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদের মোকাবিলায় নিজেদের রাজনৈতিক শৃঙ্খলা ধরে রাখতে হবে।’

রবিবার রাজধানীর মিরপুরে ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নতিই বঙ্গবন্ধুর আদর্শের পথ। জাতির পিতার আদর্শে বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাকে বারবার হত্যাচেষ্টা হয়েছে; কিন্তু মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপা ও জনগণের ভালবাসায় তিনি রক্ষা পেয়েছেন। আজকে বঙ্গবন্ধু কন্যা তাবত দুনিয়ায় বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। বাঙালি জাতির জন্য তিনি বয়ে এনেছেন অশেষ সম্মান।’

খালিদ বলেন, ‘এ আগস্টে আমাদের একটাই শপথ, যতই প্রতিকূল অবস্থা থাকুক, যত আক্রমণ আসুক; জাতির পিতার স্বপ্ন পূরণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কর্মসূচি দিয়েছেন। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ গঠনে এবার শতবর্ষী ডেল্টা প্ল্যান দিয়েছেন। মুজিবাদর্শের প্রতিটি সৈনিক আত্মোপলব্ধির মাধ্যমে যার যার দায়িত্ব পালন করবেন। কারণ, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব এ যোদ্ধাদের অনেক বেশি।’

উন্নত দেশ গঠনের মধ্য দিয়েই বঙ্গবন্ধুর রক্তঋণ শোধ করে তাকে স্মরণ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বাঙালিদের বলেছিলেন, তোমরা আমাকে ঋণী করেছ। পরিবারের সকলের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুই আমাদের ঋণী করে গেছেন। আমরা কথা দিতে পারি, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা নির্মাণ করে বঙ্গবন্ধু তোমাকে আমরা স্মরণ করব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ার হোসেন বিপুল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশীদ জনিসহ মহানগর উত্তর ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল্লাহ সাইফুল।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/বিইউ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা