এরশাদের আসনে প্রার্থী নিয়ে নতুন সংকটে জাপা

রফিকুল ইসলাম রফিক, রংপুর
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০১
এরশাদের ছেলে সাদ ও ভাতিজা শাহরিয়ার

শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন ঘিরে হুসেইন মুহম্মদ এরশাদের ঘরে চলছে রাজনৈতিক অস্থিরতা। রওশন এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদকে ঠেকাতে মাঠে নেমেছেন এরশাদের ছোট ভাইয়ের ছেলে সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার। এরই মধ্যে আসিফের নেতৃত্বে সাদ এরশাদের কুশপুতুল দাহ করা হয়েছে।

এদিকে, সাদ এরশাদকে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করা হলে তার পক্ষে মাঠে না থাকার ঘোষণা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়রের একান্ত আস্থাভাজন বলে পরিচিত কেন্দ্রীয় জাপার যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির দলীয় মনোনয়ন নিয়েছেন। তিনি আশা করছেন, দল তাকে মনোনয়ন দেবে। ফলে রংপুর-৩ আসনের উপনির্বাচন নিয়ে জটিল সময় পার করছে জাতীয় পার্টি। এই নির্বাচন নিয়ে দলে বড় ধরনের বিভেদ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শক্ত হাতে এই সংকট মোকাবেলা করতে না পারলে জাতীয় পার্টি নয়া সংকটে পড়বে।

মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাদ এরশাদ। এসময় কয়েকজন কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘দলে কোনো বিভেদ নেই। সব ঠিক হয়ে যাবে।’

জানা গেছে, রংপুরে এরশাদের এই আসনে স্থানীয় জাতীয় পার্টির প্রার্থীকে বাদ দিয়ে সাদ এরশাদকে মনোনয়ন দিতে উঠেপড়ে লেগেছে দল ও এরশাদ পরিবারের একাংশ। এতে বিক্ষুব্ধ তৃণমূল জাতীয় পার্টি। বহিরাগত প্রার্থী ঠেকাতে মাঠে নেমেছেন মনোনয়নপ্রত্যাশী এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

মঙ্গলবার দুপুরে রংপুরের সেনপাড়ার লাঙল ভবন থেকে বিশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেছে আসিফ শাহরিয়ারের কর্মী-সমর্থকেরা। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সাদ এরশাদকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন আসিফের কর্মী-সমর্থকেরা। সমাবেশে আসিফ শাহরিয়ার বলেন, ‘সাদ আমার ভাই। কিন্তু ওকে কেউ চেনে না। ওর কোনো পরিচিতি নেই। মানুষ ওকে অন্য চোখে দেখে। অনেকেই দাবি করেছেন, সাদ এরশাদপুত্র নয়। তাই আমি চাইব, এমন প্রার্থী রংপুরে না দেয়াই ভালো।’

এ সময় তিনি বলেন, ‘মানুষের মুখরোচক গল্প বন্ধ করতে সাদের ডিএনএ টেস্টের বিষয়টি বিবেচনা করা উচিত। নইলে সাদকে নিয়ে জনমনে বিভ্রান্তি আরও বাড়বে।’

এর আগে সোমবার রাতে রংপুর সদর উপজেলার পালিচড়া হাটে ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মতিন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রায়হানের নেতৃত্বে সাদ এরশাদের কুশপুতুল দাহ করেছেন শাহরিয়ারের কর্মী সমর্থকেরা। এ ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিবাদ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই সময়ে পাগলাপীর বন্দরেও সাদ এরশাদের কুশপুতুল দাহ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রার্থী ছাড়া বহিরাগত প্রার্থীকে দল মনোনয়ন দিলে তার পক্ষে রংপুর মহানগর জাতীয় পার্টি নির্বাচনি মাঠে থাকবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় সাদ এরশাদের প্রার্থিতা চূড়ান্তের ইঙ্গিত প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো সাদকে চূড়ান্ত করা হয়নি বলে জানি। সাদ এরশাদকে প্রার্থী করা হলে আমরা রংপুর জাতীয় পার্টি তার পক্ষে কাজ করব না।’

সিটি মেয়র বলেন, ‘রংপুরের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই আসনে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। এটাতো ১৯৯১ বা ৯৬’র প্রেক্ষাপট নয়। এখন যে কাউকে ধরে এনে প্রার্থী করা হলে তা দলের জন্য ক্ষতি ডেকে আনবে।’

মোস্তাফিজার রহমান বলেন, ‘জননন্দিত, জনসমর্থিত, পরিচ্ছন্ন মানুষকে এরশাদ স্যারের আসনে প্রার্থী ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় তিনজন প্রার্থী রয়েছেন, যাদেরকে কমবেশি সবাই চিনে ও জানে। এদের কাউকে প্রার্থী করা হলে কোনো আপত্তি থাকবে না।’

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুতে আসনটি শূন্যঘোষিত হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :