খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৬| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫
অ- অ+

চট্টগ্রামে গতকাল বৃষ্টি ছিল। রাতেও ঝুম বৃষ্টি ছিল। আজ আধা ঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। সর্বশেষ খবর হচ্ছে, এখন বৃষ্টি থেমেছে। ইতোমধ্যে উইকেট থেকে কাভার সরিয়ে ফেলা হয়েছে। খেলার জন্য মাঠ প্রস্তুত করছেন গ্রাউন্ডসম্যানরা।

বৃষ্টির কারণে তিন দফায় খেলা বন্ধ না হলে ম্যাচটি গতকালই শেষ হয়ে যেতে পারতো। ম্যাচের বর্তমান যে অবস্থা তাতে একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। তাছাড়া বাংলাদেশের হার নিশ্চিত। রবিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

দিন শেষে সাকিব ৩৯ রানে ও সৌম্য শূন্য রানে অপরাজিত ছিলেন। আউট হন লিটন, মোসাদ্দেক, মুশফিক, মুমিনুল, সাদমান ও মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামতে বাকি আছেন মিরাজ, তাইজুল ও নাঈম।

আজ ম্যাচের শেষ দিন। জিততে হলে আজ বাংলাদেশকে করতে হবে ২৬২ রান। এই রান না করতে পারলেও চার উইকেটে যদি বাংলাদেশ দিন পার করে দিতে পারে তাহলে ম্যাচটি ড্র হবে। আর পুরো দিন যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটি ড্র হবে।

(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা