চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন গিয়াস কাদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বুধবার বেলা পৌনে ১২টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
এর আগে ২৭ জুলাই থেকে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে ভুগছেন।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/বিইউ/এমআর)

মন্তব্য করুন