দুর্নীতির অভিযোগে কুমিল্লা ফায়ার সার্ভিস কার্যালয়ে দুদক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৫
অ- অ+

ভবন নির্মাণের ছাড়পত্র দেয়ায় অনিয়মসহ একাধিক দুর্নীতির অভিযোগে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাগিচাগাঁও এলাকায় ওই কার্যালয়ে দুদক অভিযান চালায়।

কুমিল্লা জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, ভবন নির্মাণের ছাড়পত্র প্রদানে অনিয়ম, অক্সিজেন ফায়ার কাপলিংসামগ্রী ক্রয়ে নগরীর বাগিচাগাঁও নিউ গোমতী ফায়ার টেকনোলজি দোকান থেকে কিনতে ভবন মালিকদের বাধ্য করা এবং বিভিন্ন সেবায় অতিরিক্ত ফ্রি আদায়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় কুমিল্লা, ব্রাহ্মবাড়িয়া এবং চাঁদপুর জেলায় কাজ করে। তারা চলতি বছরে ৭৫১টি ভবনের ছাড়পত্র দিয়েছে। তার মধ্যে অধিকাংশ ভবন মালিককে অর্থের বিনিময়ে ছাড়পত্র দিয়েছে কোন প্রকার তদন্ত বা পরিদর্শন ছাড়া। ভবন নির্মাণের ছাড়পত্র প্রদানে অনিয়মসহ নানা দুর্নীতির বিষয়ে খোঁজ নেয়ার জন্য প্রয়োজনীয় নথি নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা