সাভারে নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদ জিসান নামে এক নাশকতা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের গাউছিয়া মোটরস-এর পাশে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজিব আহমেদ জিসান সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মমিনুল হকের ছেলে।
সাভার মডেল থানার উপ-পপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মোল্লা জানান, ২০১৪-১৫ সালে সারাদেশের ন্যায় সাভারেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পরিবহনে আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এ ঘটনায় তৎকালীন সাভার মডেল থানায় গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে একটি নাশকতা মামলা করা হয়। সজিব এত দিন পলাতক ছিল। পরে সোমবার গভীর রাতে গোপন সংবাদে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নাশকতা ছাড়াও চুরির অভিযোগে মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

মন্তব্য করুন