‘ভিন্ন ধরনে’র ইয়াবা কলাবাগান ক্রীড়া চক্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৯| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৪
অ- অ+

ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্রের অফিস কক্ষ থেকে ভিন্ন ধরনের একহাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, গুলি ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে ক্লাবটির সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে এই অভিযান।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিং করে ঘটনার বিস্তারিত জানান র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

গ্রেপ্তাররা হলেন- ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ, ক্লাবের কর্মচারী হাফিজুল ইসলাম, মোহাম্মদ হারুন, আনোয়ার হোসেন ও লিটন মিয়া।

কর্নেল আশিক বিল্লা বলেন, 'কলাবাগান ক্রীড়া চক্রের অফিসে দুপুরের পর থেকে র‍্যাব-২ এর সদস্যরা অবস্থান নেয়। আমাদের কাছে তথ্য ছিল ক্রীড়া চক্রের ব্যানারের আড়ালে এখানে বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। এই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।'

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, 'অভিযানে আমরা জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, আমেরিকান গোল্ডেন কার্ড ৫৭২ প্যাকেট, বিদেশি একটি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি এবং ভিন্নরকম হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।'

তিনি আরও বলেন, 'আমরা ধারণা করছি পূর্ব প্রস্তুতি হিসেবে এখান থেকে ক্যাসিনো’র মূল সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে অথবা খেলা করার জন্য এসব আনা হয়েছে। তবে ক্যাসিনো খেলার কয়েনসহ অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।'

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা