সাকিব বীরত্বে আফগানদের হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৩
অ- অ+

সাকিব আল হাসানের ৪৫ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংসে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে টাইগাররা জয় পেল ৪ উইকেটে। লিগ পর্ব শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল সাকিব আল হাসানের দল। এই পর্বে চার ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে, হেরেছে একটিতে।

অন্যদিকে, চার ম্যাচে দুইটিতে জিতে দ্বিতীয় অবস্থানে থাকল আফগানরা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে জিম্বাবুয়ে। আগেই বাংলাদেশ ও আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করেছিল। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় সিরিজের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানের দেয়া ১৩৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক সাকিব ওয়ানডাউনে নেমে ৪৫ বলে আটটি চার ও একটি ছক্কার সাহায্যে ৭০ রান করে অপরাজিত থাকেন। ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। ২৬ রান করেন মুশফিক। আফগান বোলারদের মধ্যে রশীদ খান ২টি, করিম জানাত ১টি, নাভিন-উল-হক ২টি ও মুজিব উর রহমান ১টি করে উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বিদায় নেন দুই ওপেনার। দলীয় ৯ রানে মুজিব উর রহমানের বলে আসগার আফগানের হাতে ক্যাচ হন লিটন দাস। ১০ বলে তার সংগ্রহ ৪ রান। দলীয় ১২ রানে নাভিন-উল-হকের বলে রশীদের হাতে ক্যাচ হন অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার সংগ্রহ ৫ রান।

এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে লড়ছিল বাংলাদেশ। কিন্তু ৫৮ রানের জুটি গড়ার পর বিদায় নেন মুশফিক। দলীয় ৭০ রানে জানাতের বলে শফিকুল্লাহর হাতে ক্যাচ হন তিনি। ২৫ বল খেলে ২৬ রান করেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর সাকিবের সঙ্গে জুটি গড়েন রিয়াদ। দলীয় ৯৩ রানে রশীদের বলে এলবিডব্লিউ হন তিনি। দলীয় ৯৬ রানে নাভিনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন সাব্বির। তারপর আফিফ নেমে ৪ বলে ২ রান করে ফিরে যান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন হযরতউল্লাহ জাজাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন রহমানুল্লাহ ‍গুরবাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ ওভারে ৯ রান দিয়ে দুইটি উইকেট নেন আফিফ হোসেন। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। এছাড়া সাইফউদ্দিন ১টি, শফিউল ১টি ও মোস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৪ উইকেটে জয়ী বাংলাদেশ।

আফগানিস্তান ইনিংস: ১৩৮/৭ (২০ ওভার)

(রহমতউল্লাহ গুরবাজ ২৯, হযরতউল্লাহ জাজাই ৪৭, আসগার আফগান ০, নাজিবউল্লাহ জাদরান ১৪, মোহাম্মদ নবী ৪, গুলবদিন নাইব ১, শফিকুল্লাহ ২৩*, করিম জানাত ৩, রশীদ খান ১১*; মোহাম্মদ সাইফউদ্দিন ১/২৩, শফিউল ইসলাম ১/২৪, সাকিব আল হাসান ১/২৪, মাহমুদউল্লাহ রিয়াদ ০/১৬, মোস্তাফিজুর রহমান ১/৩১, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১০, আফিফ হোসেন ২/৯)।

বাংলাদেশ ইনিংস: ১৩৯/৬ (১৯ ওভার)

(লিটন দাস ৪, নাজমুল হোসেন শান্ত ৫, সাকিব আল হাসান ৭০*, মুশফিকুর রহিম ২৬, মাহমুদউল্লাহ রিয়াদ ৬, সাব্বির রহমান ১, আফিফ হোসেন ২, মোসাদ্দেক হোসেন সৈকত ১৯*; মুজিব উর রহমান ১/১৯, নাভিন-উল-হক ২/২০, করিম জানাত ১/৩১, গুলবদিন নাইব ০/১৬, মোহাম্মদ নবী ০/২৪, রশীদ খান ২/২৭)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান (বাংলাদেশ)।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা