যশোরে ১৫০ বস্তা সরকারি চাল জব্দ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৯
অ- অ+

যশোরের বাঘারপাড়া বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর বাজারে আমিনুর সদ্দারের ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব ১০ টাকা কেজি দরের ১৫০ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ।

সোমবার দুপুর ২টার দিকে বাঘাপাড়া বাসুয়াড়ী আলাদীপুর বাজারে এ বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

সূত্র জানায়, উপজেলা নির্বাহীর দপ্তর থেকে ৫০০টি কার্ডে ডিলার আমিনুর সর্দারের মাধ্যমে ১৫ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি। প্রতি কেজি চালের মূল্য ১০ টাকা। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব চাল স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। প্রতিটি কার্ডে চালের বরাদ্দের পরিমাণ ৩০ কেজি থাকলেও কয়েকটি দুস্থ পরিবারের চাল মেপে ২৬ ও ২৭ কেজি করে পাওয়া যায়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ বাসুয়াড়ী আলাদীপুর বাজারে যান। কয়েকজন দুস্থ কার্ডধারীদের চাল মেপে ২৬ কেজি থেকে ২৭ কেজি ২৮ কেজি ও ২৯ কেজি করে চাল পান। এসময়ে পাশের একটি ঘরে অভিযান চালিয়ে তিনি ১৫০ বস্তা চাল জব্দ করেন তিনি।

বাসুয়াড়ী ওয়ার্ডের মেম্বার জাহিদ সর্দার স্থানীয় রাজনৈতিক লোকজন নিয়ে হাজির হন এবং ডিলার আমিনুরের পক্ষে বলেন, ফুড গোডাউন থেকে তাদের চাল কম দেয়া হয়েছে।

বাঘারপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানান, ‘গোপন সংবাদে দুপুরে আলাদীপুর বাজারে যাই। সেখানে কয়েকজন সুবিধাভোগী দুস্থদের বস্তার চাল ওজন করে কোনোটায় ২৬ কেজি, কোনোটায় ২৭ কেজি আবার কোনোটায় ২৮ কেজি করে চাল পাই। বস্তুগুলো প্রকৃত চাল থাকার কথা ৩০ কেজি করে।

বিষয়টি নিয়ে ডিলার মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বস্তার ছিদ্র দিয়ে চাল পড়ে গেছে। এতে আমার সন্দেহ হলে আমি পাশের ঘরগুলোতে চাল খুঁজতে থাকি। একটি ঘর থেকে প্রায় ১৫০ বস্তা চাল জব্দ করি এবং উপজেলা ফুড কর্মকর্তাদের জিম্মায় দিয়ে দিই। তবে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। এক সপ্তাহের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা