বগুড়ায় ডোবায় বস্তায় বস্তায় টাকা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৫| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮
অ- অ+
ছবিটি টেলিভিশন থেকে নেওয়া

বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশের একটি ডোবা থেকে বিপুল টাকা উদ্ধার করছে পুলিশ, যেগুলোর সবগুলোই টুকরো করা।

মঙ্গলবার সকালে উপজেলার জালশুকা গ্রামের খেরুয়া ব্রিজ এলাকার চান্দাইমোড়ের একটি ডোবা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

কে বা কারা টাকাগুলো সেখানে ফেলে গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইতোমধ্যে ডোবাটি থেকে ১০ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। এসব টাকার মধ্যে ১০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকাও আছে। আলামত হিসেবে টাকাগুলো নিয়ে যাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় কয়েকজন ডোবায় টাকাগুলো দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। এরপর লোকমুখে জানাজানি হলে এলাকায় হৈ চৈ পড়ে যায়। টাকাগুলো দেখতে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

শাহজাহানপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের কোনো এক সময় হয়তো টাকাগুলো কেউ ফেলে রেখে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। টাকাগুলো উদ্ধারের পর তদন্ত করে জানতে পারব এগুলো কালো টাকা নাকি ব্যাংকের টাকা।’

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা