ডোবার টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বাতিল নোট

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৮| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৫
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে খালের মধ্যে কয়েকটি বস্তায় ভর্তি করা যেসব টাকা পাওয়া গেছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। ছিঁড়ে যাওয়ায় টাকাগুলো বাতিল হওয়ায় সেগুলো ফেলে দেওয়া হয়েছে।

সকালে শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খেরুয়া ব্রিজ এলাকার চান্দাইমোড়ের একটি ডোবা থেকে কয়েক বস্তা টাকা জব্দ করা হয়, যেগুলোর সবগুলোই ছিল টুকরো করা। এসব টাকার মধ্যে ১০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নোটও ছিল।

টাকাগুলো কে বা কারা ফেলে রেখেছে এ নিয়ে গুঞ্জন উঠার কিছু সময় পরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে টাকাগুলো তাদের বলে তথ্য জানানো হয়। নষ্ট টাকাগুলো অপসারণের জন্য বগুড়া পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ ঢাকা টাইমসকে জানান, ‘টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বাতিলকৃত টাকা। এখানে তিন থেকে চার বছরের বাতিলকৃত টাকা ছিল। ২৪০ বস্তা টাকা ছিল। আগে বাতিলকৃত টাকাগুলো আগুনে পুড়িয়ে ফেলা হতো। আগুনে পোড়ালে ধোঁয়ায় পরিবেশের দূষণ হওয়ায় এখন এসব টাকা ভাগাড়ে ফেলা হয়।’

এ বিষয়ে জানতে বগুড়া পৌরসভার করজারভেসিভ কর্মকর্তা মামুনুর রশিদ ঢাকা টাইমসকে জানান, ‘নষ্টকৃত টাকা বাংলাদেশ ব্যাংক অপসারণের জন্য পৌরসভাকে দায়িত্ব দিয়েছিলেন। তাদের কর্মীরাই ওই টাকাগুলো সোমবার রাতে ওই স্থানে ফেলে দিয়ে আসে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম ঢাকা টাইমসকে জানান, টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বাতিলকৃত টাকা। এখানে ১০ টাকা থেকে ১ হাজার টাকা মূল্যমানের নোট ছিল। আসলে কত টাকা ছিল এটা বলা যাচ্ছে না।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা