নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কার্যক্রম চালাবে ছাত্রদল: খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৪
অ- অ+

সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করেই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। তার দাবি, রাজনৈতিক ব্ষিয়ে সব ধরনের সিদ্ধান্ত নেবে দল বা সংগঠন। এখানে আদালতের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো কাগজপত্র আসেনি। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত। তাই আমাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়ার কোনো এখতিয়ার আদালতের নেই।’

খোকন বলেন, ‘যদি আমাদের নির্বাচনে কোনো অনিয়ম হত তাহলে বিষয়টি ভিন্ন ছিল। কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ একটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি-সম্পাদকের কার্যক্রমের ওপর আদালত কীভাবে নিষেধাজ্ঞা দেয় তা আমার বোধগম্য নয়। আদালত যদি এমন কোনো নির্দেশনা দিয়ে থাকে তবুও আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাব।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা