জাতীয় বিশ্ববিদ্যালয়ে চারটি মোবাইল অ্যাপস চালু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ২০:০০

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ-শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চারটি মোবাইল অ্যাপস্ চালু করা হয়েছে। এনইউ স্টুডেন্টস অ্যাপ, এনইউ কলেজ অ্যাপ, এনইউ টিচার্স অ্যাপ, এনইউ ফোন ডাইরেক্টরি অ্যাপসগুলো ব্যবহার করে যেকোনো শিক্ষক-শিক্ষার্থী খুব সহজে কাঙ্ক্ষিত সেবা লাভ করতে পারবেন।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

প্রধান অতিথি শহীদুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে সেশনজট দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রায় শতভাগ কার্যক্রম আইসিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। মোবাইল অ্যাপস্ এক্ষেত্রে নতুন সংযোজন। তথ্য-প্রযুক্তি যোগাযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অগ্রবর্তী।

অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাছান বাবু, অধ্যাপক ড. মশিউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান-উর-রশীদ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে মোবাইল অ্যাপসের বিভিন্ন সেবা তুলে ধরে ডিন অধ্যাপক ড. মো. নাসিরউদ্দীন ও আইসিটি পরিচালক মোমিনুল ইসলাম কর্তৃক একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :