যেসব দেশে নেই সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৪:২৩
অ- অ+

বিশ্বে এমন কিছু দেশ আছে যাদের কোনো সেনাবাহিনী নেই৷ সেনাবাহিনী ছাড়ায় বেশ ভালোভাবেই চলছে তাদের দেশগুলো। তেমন কয়েকটি দেশ সম্পর্কে চলুন জেনে নিই...

কোস্টারিকা

মধ্য অ্যামেরিকার দেশ কোস্টারিকায় ১৯৪৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে খুব কারচুপি হয়েছিল৷ নির্বাচন না মেনে বিদ্রোহিরা ক্ষমতা দখল করে নেয়৷ তারপর সেনাবাহিনী বিলুপ্ত ঘোষণা করে তারা৷ ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত মোট ১৪টি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে দেশটিতে৷ সবগুলোই হয়েছে শান্তিপূর্ণ৷

লিস্টেনস্টাইন

মধ্য ইউরোপের দেশ লিস্টেনস্টাইনে সেনাবাহিনী নেই ১৮৬৮ সাল থেকে৷ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর পেছনে আর ব্যয় না করার সিদ্ধান্ত থেকেই তা বিলুপ্ত করা হয়েছিল৷

সামোয়া

নিউজিল্যান্ড থেকে ১৯৬২ সালে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সামোয়া৷ তখন থেকেই তাদের সেনাবাহিনী নেই৷ নিউজিল্যান্ড বলেছিল, যেকোনো বিপদে পাশে দাঁড়াবে৷ সেই ভরসায় আর সেনাবাহিনী গড়েনি দেশটি৷

অ্যান্ডোরা

ইউরোপের দেশ অ্যান্ডোরা স্বাধীন ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করে ১২৭৮ সালে৷ স্পেন আর ফ্রান্স আশ্বাস দিয়েছে, অ্যান্ডোরার নিরাপত্তা বিঘ্নিত হলে এগিয়ে আসবে৷ বন্ধুরাষ্ট্রের আশ্বাসের কারণে সেনাবাহিনী গড়েনি দেশটি।

টুভালু, ভ্যাটিকান সিটি, গ্রানাডা

টুভালুর ক্ষেত্রফল মাত্র ২৬ বর্গ কিলোমিটার৷ এখনো সেনাবাহিনীর দরকার মনে করেনি দেশটির সরকার৷ ইতালির রাজধানী রোমের ভেতরে হলেও ভ্যাটিকান স্বাধীন ভূখণ্ড৷ ক্ষেত্রফল মাত্র শূন্য দশমিক ৪৪ বর্গ কিলোমিটার৷ ভ্যাটিকানেরও কোনো সেনাবাহিনী নেই৷ এছাড়া ৩৬ বছর হলো গ্রানাডার নিয়মিত কোনো সেনাবাহিনী নেই৷ একটি বড় এবং ছয়টি ছোট দ্বীপ নিয়ে গড়া এই দেশটির ক্ষেত্রফল ৩৪৪ বর্গকিলোমিটার৷

নাউরু

প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ নাউরুর নিরাপত্তার দায়িত্ব সত্যি সত্যিই নিয়ে রেখেছে অস্ট্রেলিয়া৷ ২১ দশমিক ১০ বর্গকিলোমিটার ক্ষেত্রফল এবং ১০ হাজার অধিবাসীর এই দেশটিতেও তাই সেনাবাহিনী নেই৷

ঢাকা টাইমস/১৩অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা