সাবিলার বিয়ে এ মাসেই

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ১৪:১০| আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৪:১৯
অ- অ+

‘সানাইয়ের সুর নিয়ে যাবে দূর, একটু একটু করে তোমায়। আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়’। হ্যা, আগামী ২৫ অক্টোবর হয়তো ব্যান্ড তারকা হাসানের এই গানটির মতো অনেক যুবকেরই জলে চোখ ভিজে যাবে। কারণ ওইদিনই একজনের হয়ে যাবেন নাট্য জগতের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

অতি সম্প্রতি অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে এ সুখবরটি জানিয়েছেন। সাবিলার হবু বরও মিডিয়া জগতের মানুষ। নাম নেহাল সুনন্দ তাহের। চাঁদপুরের ছেলে। তবে তিনি মডেলিং, অভিনয় বা সংগীত জগতের সঙ্গে যুক্ত নন। নেহাল বেসরকারি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।

এই যুবকের সঙ্গে সাবিলা নূরের পরিচয় তিন বছর আগে। সে সময় তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। যিনি সাবিলার ভালো বন্ধু হিসেবে পরিচিত। পরবর্তীতে নেহালের সঙ্গেও ভালো বন্ধুত্ব গড়ে ওঠে সাবিলার।

শুরুর দিকে সেই বন্দুত্বই দিনে দিনে বিশেষ সম্পর্কের দিকে নিয়ে যায় সাবিলা ও নেহালকে। তাদের প্রেম হয়। একপর্যায়ে দুজনে সিদ্ধান্ত নেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাবেন। সে অনুযায়ী বুকে অসীম সাহস নিয়ে সরাসরি সাবিলার মায়ের কাছে মেয়েকে চেয়ে বসেন নেহাল।

সাবিলা জানান, ‘প্রস্তাব দেয়ার পর আমাদের পরিবার থেকে সময় নিয়েছিল। তিন মাস আগে দুই পরিবার আমাদের বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। ২৫ অক্টোবর বিয়ের দিন ঠিক হয়েছে। তার আগের দিন ঢাকার একটি ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান। এরপর ২৭ অক্টোবর হবে বউভাত।’

হবু বরের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘নেহাল আমাকে খুব ভালো বোঝে। আমার কাজের ব্যাপারেও ওর সমর্থন আছে। কঠিন সময়ে ও আমার পাশে ছিল। সেই মানুষটি জীবনসঙ্গী হতে যাচ্ছে ভেবে ভালো লাগছে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা