বাসে তল্লাশি, ইলিশ বহনের দায়ে চারজনের অর্থদণ্ড

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৫৭
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা ইলিশ বহন করার দায়ে চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া এ দণ্ডাদেশ দেন।

দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় গোপন সংবাদে একটি বাসে পুলিশ তল্লাশি চালায়। এসময় মা ইলিশসহ চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড দেয়া হয়।

মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসিরচর গ্রামের ফারুক হাওলাদারকে ৫০০ টাকা, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামবাউড়া গ্রামের ওয়ালি উল্লাহকে দুই হাজার টাকা, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া গ্রামের সুমনকে দুই হাজার টাকা ও পটুয়াখালীর বাউফল উপজেলার পাকডাল গ্রামের রাকিবুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় মণ্ডল, সিরাজদিখান সহকারী মৎস্য কর্মকর্তা যুধিষ্টি রঞ্জন পাল।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা