সুধা মূর্তি হয়ে আসছেন আলিয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১০:০৯
অ- অ+

২০১২ সালে করণ জোহারের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাটের। তার অভিষেক ছবি দেখে অনেকে নাক সিঁটকে বলেছিলেন, এ মেয়ে বলিউডে বেশিদিন টিকতে পারবে না।

কিন্তু সবার মুখে তালা লাগিয়ে দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকে একের পর এক অসাধারণ অভিনয়ের নজির তৈরি করেছেন আলিয়া। সব সমালোচনার জবাব দিয়েছেন কাজের মাধ্যমে। ফিল্মফেয়ারে তাই সেরা অভিনেত্রীর পুরস্কারও উঠেছে তার হাতে।

কিছুদিন আগের খবর, শিগগির একটি বায়োপিকে দেখা যাবে আলিয়াকে। এবার খোলসা হল, ভারতীয় লেখক, প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞানী সুধা মূর্তির জীবনের উপর ছবি তৈরি করছেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি। সেই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ট্যালেন্টের পাওয়ার হাউস আলিয়াকে।

তবে এখনও পর্যন্ত অভিনেতা এবং কলাকুশলীদের অফিশিয়াল তালিকা প্রকাশ করেনি নির্মাতা কর্তৃপক্ষ। আলিয়াও এ নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে সুধা মূর্তির মতো নারী ব্যক্তিত্বকে বড় পর্দায় যদি আলিয়া ফুটিয়ে তোলেন, সেটা তার ভক্তদের জন্য সুখবরই বটে।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা