মাথায় আঘাত পেয়ে মারা গেলেন বক্সার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১১:৫৭| আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৩৫
অ- অ+

না, পারলেন না। জীবনের যুদ্ধে জয়ী হতে। আমেরিকার বক্সার প্যাট্রিক ডে মারা গেলেন। মাত্র ২৭ বছর বয়সে। গত শনিবার রিংয়ে চার্লস কনওয়েলের সঙ্গে লড়াই করার সময় দশম রাউন্ডে মারাত্মক চোট পান প্যাট্রিক। জ্ঞান হারান। তাঁকে নিয়ে যাওয়া হয় নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে। তড়িঘড়ি মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়।

কিন্তু তারপরই কোমায় চলে যান তিনি। আর জ্ঞান ফেরেনি। প্যাট্রিকের সহায়তাকারী ডিবেলা জানিয়েছেন, ‘‌মৃত্যুর সময় প্যাট্রিকের পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, ওঁর বক্সিং টিমের সদস্যরা এবং মেন্টর ও ট্রেনার জো হিগিন্থ পাশে ছিলেন। প্যাট্রিক শুধু ভাল বক্সার ছিলেন না। উনি যেমন উদার প্রকৃতির মানুষ ছিলেন, তেমনই ছিলেন ইতিবাচক।’‌

শনিবার প্যাট্রিক মারাত্মক চোট পাওয়ার দু’‌দিন বাদে কনওয়েল সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখেছিলেন, ‘‌আমি চাইনি এমন কিছু ঘটুক। চেয়েছিলাম জিততে। যদি সম্ভব হত, সব আঘাত ফিরিয়ে নেওয়ার তা হলে তাই করতাম।’‌

উল্লেখ্য, ক্যারিয়ারে ১৭টা জয়, ৪টা হার, ১টা ড্র করেছেন প্যাট্রিক। ১৭টা জয়ের মধ্যে ৬টা নকআউটে। ‌

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা