স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় শিক্ষক গ্রেপ্তার

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৮:১৫
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কাজলা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

মামলায় স্কুলের প্রভাষক দুরুল হুদাকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা। পড়া শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোররুমে নিয়ে যায়। একপর্যায়ে দুরুল হুদা ছাত্রীকে জড়িয়ে ধরে এবং অশালীন আচরণ করে। ছাত্রী বিষয়টি বুঝতে পেরে দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরা হয়। ছাত্রীর চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে আসি। ওই সময় দুরুল হুদা পালিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিকালে দুরুল হুদাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা