স্বস্তির ঘুমে রবি শাস্ত্রী!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ২০:০৪| আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:০৬
অ- অ+

তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে ডাবল শতক তুলে নিলে পাহাড় সমান রান পায় ভারত। সেই রান তাড়া করতে নেমে ফলোঅনে পরে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের বোলিং তোপে প্রোটিয়াদের উইকেট যখন তাসের ঘরের মতো পড়ছিল ঠিক তখন ভারতের ড্রেসিং রুমে হেড কোচ রবি শাস্ত্রী আরামের ঘুম দিয়েছেন! ক্যামেরার সেই ছবিটা আবার সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।

সোমবার (২১ অক্টোবর) ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরায় ভারতের ড্রেসিংরুমের ছবি তুলে ধরা হয়। সেই সময়ে দেখা যায় রবি শাস্ত্রী চোখ বন্ধ করে শরীর এলিয়ে বসে রয়েছেন। শাস্ত্রীর সেই ছবি দেখে অনেকেই বলেছেন, কোহালিদের ‘হেডস্যর’ নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।

রাঁচিতে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৪৯৭ রানের জবাবে ১৬২ রানেই অলআউট হয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ফলে ৩৩৫ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ল দলটি।

এই টেস্টে ভারতের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের বল ঠিকঠাক বুঝেই উঠতে পারেননি। জিতবে তো তারই দল তাই হয়তো এভাবে আরামের ঘুম দিয়েছেন তিনি। বিরাট কোহলিরা অবশ্য শাস্ত্রীকে নিশ্চিন্ত করেছেন নিজেদের পারফরম্যান্স দিয়ে।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা