জাপানি মেডিকেল সেন্টার ‘মাই সেবা’ এখন বাড্ডায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৯, ১৯:১৭
অ- অ+

রাজধানীর বাড্ডায় যাত্রা শুরু হলো জাপান মেডিকেল সেন্টার মাই সেবা। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গুলশান-বাড্ডা লিংক রোডের মানামা এম এস টরেনে নতুন এ শাখার উদ্বোধন করা হয়।

আগামী ১ নভেম্বর থেকে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন মাই সেবার প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. তোমোহিরো মরিতা, প্রধান উপদেষ্টা ড. সৈয়দ এমদাদুল হক, ফোর বিলিয়ন হেলথ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউতারো ইয়োকোকাওয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাই সেবা জাপানি চিকিৎসকদের পরিচালনায় একটি রোগ নির্ণয় কেন্দ্র, ২০১৬ সালে জাইকা'র সহযোগিতায় যার যাত্রা শুরু। নতুন এই পারিবারিক চিকিৎসা সেবার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমানোই মাই সেবার লক্ষ্য।

মাই সেবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চিকিৎসা পেশাদার প্ল্যাটফর্মটি অনলাইন চ্যাট সিস্টেমের মাধ্যমেও পাওয়া যাবে। শুধু বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নতই করবে না এই সেবা, এতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে।

এতে আরও বলা হয়, মাই সেবা জাপান, ভারত এবং বাংলাদেশের প্রথম শ্রেণির হাসপাতালসমূহের চিকিৎসকদের থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে রোগীর সহযোগিতা করতে পারে, যা রোগীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা জানান, স্বল্প খরচে ২৫টিরও বেশি রোগ শনাক্তকরণের পাশাপাশি চিকিৎসাও পাওয়া যাবে মাইসেবার মাধ্যমে। যেকোনো রোগ বিষয়ে সচেতনতা তৈরিও তাদের অন্যতম লক্ষ্য।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা