সাকিবের পক্ষ নিলেন সাকলায়েন

বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জুয়াড়িদের কাছে প্রস্তাব পাওয়ার পরও আইসিসিকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে অপরাধ মেনে নেওয়ায় এক বছরের শাস্তি স্থগিত হয়েছে সাকিবের।
আইসিসির সিদ্ধান্তকে ভুল বলে সাকিবের পাশে দাঁড়িয়েছে বর্তমান-প্রাক্তন সব ক্রিকেটাররা। এবার সাকিবের পক্ষে কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক।
সাকিব প্রসঙ্গে সাকলায়েন বলেন, ‘এমন ঘটনা প্রথমবারের হয়েছে। সাকিব ম্যাচ পাতানোর সাথে যুক্ত নয়। তাকে এভাবে নিষেধাজ্ঞা দেওয়া আইসিসির অনুচিত হয়েছে। ম্যাচ পাতানোর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাকে অনুপ্রাণিত করতে পারত আইসিসি।’
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকলায়েন বলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। সমানভাবে সাকিবের ক্যারিয়ারেরও ব্যাপক ক্ষতি হবে। সাকিবকে লঘু দন্ড দিয়ে নতুন নিয়ম প্রণয়ন করতে পারত আইসিসি।’
উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নিযুক্ত ছিলেন সাকলায়েন মুশতাক।
(ঢাকাটাইমস/০১ নভেম্বর/এআইএ)

মন্তব্য করুন