বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১০:৩৯| আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১০:৪১
অ- অ+
ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খাসতবক গ্রামের মান্নানের ছেলে দেলোয়ার হোসেন, তার ভাইয়ের ছেলে রাসেল এবং ভাইয়ের স্ত্রী হামিদা বেগম।

স্থানীয়রা জানান, সকালে দেলোয়ার সুপারি গাছ কাটতে যান। গাছটি কাটার পরে পল্লীবিদ্যুতের তারের ওপর পরে যায়। এ সময় বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেলে তাতে জড়িয়ে যান তিনি। তার চিৎকারে রাসেল ও হামিদা এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঢাকাটাইমস/৪অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা