দুর্নীতির মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১২:৫০
অ- অ+

বগুড়ায় দুদকের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ।

এর আগে গত ১ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিয়েছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীর পক্ষে আবেদন করেন আইনজীবী সুব্রত কুমার কুণ্ড।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বগুড়ার আদমদীঘি থানায় মামলাটি করেন। পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

চলতি বছরের ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে আবেদন করেও জামিন পাননি তিনি। এরই ধারাবাহিকতায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

ঢাকাটাইমস/৪ নভেম্বর/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা