আফগানিস্তানে তালেবান হামলায় চার বিচারপতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ০৯:৩২| আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০৯:৩৪
অ- অ+

আফগানিস্তানে তালেবানের হামলায় চার বিচারপতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় লোগার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে তিন বিচারপতি ও একজন প্রশাসনিক কর্মকর্তা নিহত হওয়ার কথা বলা হয়েছে।

প্রাদেশিক কাউন্সিল সদস্য হাসিবুল্লাহ স্তানেকজাই ও মুহম্মদ কাসিম সিদ্দিকি এই তথ্য নিশ্চিত করেন।

খবরে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণ প্রদেশ পাকতিয়া থেকে ওই বিচারপতিরা একসঙ্গে কাবুলে ফিরছিলেন। লোগার প্রদেশের মুহম্মদ আঘা জেলায় আসার পর তালেবান সদস্যরা বিচারপতিদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। গাড়িটিকে লক্ষ্য করে তারা মুহূর্মূহু গুলি ছুঁড়তে থাকে। এতে গাড়িটি ঝাঁঝরা হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চার বিচারক নিহত হন।

দেশটির সরকারের পক্ষ থেকে হামলার জন্য তালেবানকে দায়ী করা হলেও তালেবান এখনো হামলার দায় স্বীকার করেনি।

ঢাকাটাইমস/৮নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা