তাবলিগের নয় সাথীকে অচেতন করে মালামাল লুট

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৬
অ- অ+

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে তাবলিগ জামাতে আসা নয়জন সাথী ভাইকে অচেতন করে মালামাল লুট করার অভিযোগ উঠেছে রুবেল নামে এক সদস্যের বিরুদ্ধে। শুক্রবার সকালে অসুস্থদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রুবেলের বাড়ি ময়মনসিংহ জেলায়।

ভুক্তভোগীরা জানান, বুধবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৪ সদস্যের একটি দল কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজার জামে মসজিদে আসে। গত বৃহস্পতিবার রাতে সবাই এক সাথে রাতের খাবার খেতে বসেন। অসুস্থদের ধারণা ডালের সাথে রুবেল তাদের নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল। তাই খাওয়ার পর ঘুমের মধ্যে নয়জন অচেতন হয়ে পড়েন। গতকাল ফজর নামাজ পড়ার জন্য তাদের ডাকা হলেও তারা অচেতন থাকায় বাকি সদস্যদের সন্দেহ হয় এবং রুবেল পলাতক ছিল।

তাদের অভিযোগ, রুবেল সবার ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা