জন্মদিনে নেত্রকোণায় হুমায়ূন আহমেদকে স্মরণ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১৭:১৫
অ- অ+

৭১তম জন্মদিনকে সামনে রেখে নিজ জেলা নেত্রকোণায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণ করা হয়েছে।

সোমবার দুপুরে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত কেন্দুয়া উপজেলার কুতুবপুর শহীদ স্মৃতি বিদ্যাপীঠে এই কর্মসূচি পালিত হয়।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। আর ২০১২ সালের ১৯ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৩ নভেম্বর ঢাকায় আনুষ্ঠানিকতা থাকায় দুই দিন আগে নেত্রকোণায় জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার ছোটভাই কথাসাহিত্যিক জাফর ইকবালসহ অন্যান্য অতিথিরা।

শহীদ স্মৃতি বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের স্থপতি ম্যানেজিং কমিটির সভাপতি এবং হুমায়ূনে স্ত্রী মেহের আফরোজ শাওন এতে সভাপতিত্ব করেন। আর প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক জাফর ইকবাল।

বক্তব্য দেন সংসদ সদস্য অসীম কুমার উকিল, বিদ্যালয়ের আজীবন দাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, পৌরসভা মেয়র আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে।

এদিকে রাতে দেশের স্বনামধন্য শিল্পী কদ্দুছ বয়াতি, এসআই টুটুল, সেলিম চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা মনোজ্ঞ গান পরিবেশন করবেন।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা