গোল্ডেন ফুট জিতলেন মদরিচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ১৬:৫২| আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৬:৫৩
অ- অ+

২০১৯ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদরিচ। ২৯ বছরের বেশি বয়সী সফল ফুটবলারদের এই অ্যাওয়ার্ড দেয়া হয়। পুরস্কারটি গ্রহণের জন্য মদরিচ বর্তমানে মোনাকো সফরে রয়েছেন।

১৭তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার গ্রহণ করেছেন মদরিচ। ২০০৩ সালে সর্বপ্রথম ইতালিয়ান তারকা রবার্তো ব্যাজিও এই পুরস্কার জিতেছিলেন। ওই সময় ব্রেসিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করায় তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছিল।

পুরস্কার গ্রহণের পর মদরিচ বলেছেন, ‘এই ধরনের একটি পুরস্কার গ্রহণ করা সত্যিই সম্মানের। প্রতিদিনই নিজের সেরাটা দেবার চেষ্টা করি। বছরের শেষ পর্যন্ত আরো সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আশা করছি ম্যাচগুলোতে পুরো দলই ভাল খেলবে।’

স্পেনের খেলোয়াড় হিসেবে মাত্র দু’জন খেলোয়াড় এ পর্যন্ত এই পুরস্কার জয় করেছেন। ২০১৪ সালে আন্দ্রেস ইনিয়েস্তার তিন বছর পর ইকার ক্যাসিয়াস এই কৃতিত্ব দেখিয়েছিলেন। ২০১৮ সালে সর্বশেষ এই পুরস্কার জয় করেছিলেন প্যারিস সেইন্ট-জার্মেইর উরুগুয়ের তারকা এডিনসন কাভানি।

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা