হৃদয়ের সেঞ্চুরিতে টাইগার যুবাদের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৪৫
অ- অ+

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১৬১ রানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা। সিরিজের চতুর্থ ম্যাচ ১৭ নভেম্বর।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। ৯৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১২৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

ওপেনার তানজিদ হাসান ৫৩ বলে করেন ৬০ রান। ৫২ রান করেন মাহমুদুল হাসান জয়। ৪৩ বলে ৫২ করেন অধিনায়ক আকবর আলী। ১৮ বলে ২১ করেন শামীম হোসেন। সফরকারীদের পক্ষে নাদিশান ২টি, উইজেসিংহে ১টি, মাদুশানকা ২টি ও আমশি ডি সিলভা ১টি করে উইকেট নেন।

পরে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৩১.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায়। সফরকারীদের পক্ষে ৩২ বলে ৫০ করেন ওপেনার পারানাভিথানা। ১৬ বলে ২৯ করেন মোহাম্মেদ শামাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ২টি, তানজিম হাসান সাকিব ২টি, শামীম হোসেন ১টি, অভিষেক দাস ১টি, রাকিবুল হাসান ১টি ও শাহাদাৎ হোসেন ১টি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা