ছয় অতিরিক্ত সচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৫৪| আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৫৯
অ- অ+

প্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যদার ছয় কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনকে পরিকল্পনা বিভাগে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মো. আমিনুল ইসলাম খানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিউরো ডেভোলাপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত, অর্থ বিভাগে সংযুক্ত বেগম রাশেদা আখতারকে স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা বেগমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা