গভীর রাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৯, ০৮:১৩| আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১২:১০
অ- অ+

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রাকচালক সাইফুল মোড়ল (৩০) এবং বাসযাত্রী মাসুদ শেখ (২৬)। সাইফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার শুভাসিনি গ্রামের খোদা বক্স মোড়লের ছেলে। বাসযাত্রী মাসুদ শেখ ফরিদপুর সদর উপজেলার চর কমলাপুর গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে।

আহতদের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঁচজন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে পাঠানো হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, রাতে ফরিদপুরমুখী সাউথ লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ট্রাকের চালক ও বাসের এক যাত্রী দুর্ঘটনাস্থলে নিহত হন।

ট্রাক চালক ও বাসযাত্রীর মরদেহ প্রশাসনের অনুমতি সাপেক্ষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা