সেনাপ্রধানের মিয়ানমার সফর ইতিবাচক দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সেনাপ্রধানের সম্ভাব্য মিয়ানমার সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আলোচনার নতুন পথ তৈরি হবে বলেও মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আসন্ন স্পেন সফরের বিষয়ে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এসে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
সম্প্রতি কক্সবাজারে এক অনুষ্ঠানে মিয়ানমার সফরে যেতে পারেন বলে আভাস দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সেনাপ্রধানের মিয়ানমার সফরের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সফর আরেকটি নেগোসিয়েশনের (আলোচনা) পথ তৈরি করবে।’
‘সেনা প্রধানের মিয়ানমারে সফরের বিষয়টি বাংলাদেশের জন্য ভালো খবর। বিশেষ করে এই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের মধ্যে আরেকটি নেগোসিয়েশনের পথ তৈরি করবে।’
মিয়ানমারকে বরাবরের মতো বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে অভিহিত করে মোমেন বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করতে চায়। এ সমস্যা সমাধানে মিয়ানমারের সেনাবাহিনী সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এ অবস্থায় আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সে দেশে গেলে আমাদের জন্য মঙ্গল হবে।’
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর বাঠামোবদ্ধ সহিংসতা শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্বিচারে হত্যা-ধর্ষণ-বাড়িঘরে আগুনের মুখে বাংলাদেশের দিকে ঢল নামে রোহিঙ্গাদের। অন্তত ৮ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। আগে থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে এ সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এনআই/ডিএম)

মন্তব্য করুন