মালদ্বীপকে উড়িয়ে দিয়ে শান্তদের শুভ সূচনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪
অ- অ+

আইসিসি ক্রিকেটের বিশ্বায়নের জন্য যে ১০০টি দলকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়েছে তার মধ্যে মালদ্বীপও আছে। র‍্যাংকিংয়ে তারা অবশ্য ৭৬ নম্বরে, বাংলাদেশের সঙ্গে শক্তির পার্থক্যটাই আজ দেখা গেল এসএ গেমসে। নিজেদের প্রথম ম্যাচে সৌম্য, শান্তরা মালদ্বীপকে উড়িয়ে দিয়েছেন ১০৯ রানে।

কীর্তিপুরে শুরুতে ব্যাট করে নাইম শেখ ও সৌম্য সরকার গড়েন ৫৯ রানের উদ্বোধনী জুটি। ২৮ বলে ৩৮ রান করে রান আউট হয়ে যান নাঈম। এরপর সৌম্য ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। দুজনের জুটিতে রান ওঠে ৫৩, এরপর ৩৩ বলে ৪৬ রান করে আউট হয়ে যান সৌম্য। আফিফ নেমে ৯ বলে ১৬ রানের ক্যামিও খেলেছেন এরপর। শেষ দিকে গিয়ে শান্তও হয়ে উঠেছিলেন আগ্রাসী, ফিফটিটা পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ ওভারে গিয়ে আউট হয়ে গেছেন ৩৮ বলে ৪৯ রান করে। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৭৪ রান তুলেছে বাংলাদেশ।

এই ম্যাচে মালদ্বীপের সাফল্য বোধ হয় বলা যায়, প্রথম ৪ ওভারে উইকেট দিয়ে আসেননি ওপেনাররা। এরপর বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এসেছেন, নিয়েছেন প্রথম উইকেট। এক প্রান্ত থেকে বল করে গেছেন তানভীর, ৪ ওভার শেষে ১৯ রানে নিয়েছেন ৫ উইকেট। স্পিনারদের বলেই আসলে ডুবেছেন মালদ্বীপের ব্যাটসম্যানরা, এরপর আফিফ হোসেন ও লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদিও পেয়েছে দুইটি করে উইকেট। পেসারদের হয়ে একমাত্র উইকেট পেয়েছেন সৌম্য সরকার। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলতে পারেনি মালদ্বীপ, ১৯.২ ওভারেই অলআউট হয়েছে ৬৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১৭৪/৩ (ওভার ২০)

শান্ত ৪৯, সৌম্য ৪৬, নাঈম ৩৮: ইবারাহিম ১-৩১

মালদ্বীপ ৬৫ (ওভার ১৯.২)

ইভান ১২, হাসান ১০: তানভীর ৫-১৯

১০৯ রানে বিজয়ী বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে জুন মাসে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা