শ্রীলংকার নতুন কোচ মিকি আর্থার

পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর আর কোনো দলে যোগ দেননি মিকি আর্থার। তবে এবার সাবেক এই দক্ষিণ আফ্রিকান নতুন করে শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন। আর দায়িত্ব হারিয়েছেন চণ্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দলের কোচ হবার অভিজ্ঞতা আছে আর্থারের।
তাছাড়া লঙ্কানদের ব্যাটিং কোচ হিসেবে গ্রান্ট ফ্লাওয়ার, বোলিং কোচ হিসেবে ডেভিড সেকার এবং ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডার্মটকে নিয়োগ দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) শ্রীলঙ্কা বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা নিশ্চিত করেন যে- 'প্রধান কোচ হিসেবে মিকি আর্থার, ব্যাটিং কোচ হিসেবে গ্রান্ট ফ্লাওয়ার, বোলিং কোচ হিসেবে ডেভিড সেকার ও ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডার্মটকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।'
আর্থার কোচ থাকার সময় পাকিস্তান টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠে। ৩৭ ম্যাচের মধ্যে ৩০টিতে জয় পায় পাকিস্তান। যদিও আর্থার অধ্যায়ে পাকিস্তান ২৮ টেস্ট খেলে হেরেছে ১৭টিতেই। তবে ২০১৭ সালে পাকিস্তান জেতে চ্যাম্পিয়নস ট্রফি।
(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এআইএ)

মন্তব্য করুন