ইসরাইলের সঙ্গে গ্যাস চুক্তি বাতিলের পরিকল্পনা করছে জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:০২
অ- অ+

মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইলের থেকে গ্যাস আমদানি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে জর্ডান সরকার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক খবরে বলা হয়, ইতোমধ্যে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গ্যাস আমদানির সঙ্গে জড়িত কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের বৈধ উপায়গুলো পর্যালোচনার জন্য কয়েক জন সংসদ সদস্যকে বলেছেন।

২০১৬ সালে জর্ডানের একটি বিদ্যুৎ কোম্পানি ইসরাইলের থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছরে ইসরাইল থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি ঘনমিটার গ্যাস আমদানি করবে জর্ডান।

কিন্তু শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করেছিল জর্ডানের নাগরিকরা। কারণ দেশটির প্রায় অর্ধেক জনগণ ফিলিস্তিনি বংশোদ্ভূত।

২০১৮ সালে নতুন এক আদেশে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছিলেন, ইসরাইলকে আর জমি ইজারা দেয়া হবে না। ইজারা দেয়া দুটো কৃষি এলাকাও ফিরিয়ে নেয়া হবে।

১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় ওই কৃষি এলাকা দুটি ইসরাইলের কৃষকদের মালিকানায় রয়েছে। আগামী বছর এ ইজারার মেয়াদ শেষ হবে। ফিলিস্তিনের নাগরিকরা দীর্ঘদিন যাবত ওই চুক্তির বিরোধিতা করছে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা